প্রশ্নঃ লিংক জেনারেট করা আমার পক্ষে কঠিন মনে হচ্ছে ? কি করতে পারি?

উত্তরঃ এক্ষেত্রে আপনি একটি এক্সেল শিট মেইন্টেইন করতে পারেন। একবার সেইভ করে রাখার পর বার বার কাজ করতে পারবেন। এছাড়া প্রডাক্টের ছবি পোস্ট করে ম্যানুয়ালি কাষ্টমারের সাথে চ্যাট করে ফোনে কথা বলে অর্ডার নিয়ে আপনি আপনার প্ন্যানেলের রেফেরাল লিংক থেকে নিজেই অর্ডার করে দিতে পারেন।

 

প্রশ্নঃ পেমেন্ট কিভাবে পাবো? দেওয়ার প্রসেস কি?

উত্তরঃ পেমেন্ট বিকাশ / ব্যাংক/অফিস থেকে সরাসরি এসে সংগ্রহ করা যাবে। পেমেন্ট থ্রেসহোল্ডঃ ৩০০০ টাকা। অর্থাৎ প্রথম ৩০০০ টাকা জমা হলে টাকা উঠিয়ে নিতে পারবেন বা আমরা নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের ১৫ তারিখ কিংবা ৩০ তারিখ সেটি পেমেন্ট করে দিবো অটোমেটিক।

 

প্রশ্নঃ অর্ডার রিজেক্ট হয় কেন? অথবা আমার প্যানেলে আনপেইড আর্নিং রিজেক্ট হয় কেন?

উত্তরঃ যখন আপনার রেফারেল লিংক থেকে অর্ডার আসে তখন সেটি আমাদের সিস্টেমে প্রসেসিং অবস্থায় থাকে। এবং আপনার প্যানেলে আনপেইড আর্নিং জমা হয়। পরবর্তী পর্যায়ে আমাদের ডেলিভারি সেকশন থেকে কাষ্টমারের কন্টাক্ট নাম্বারে আমরা কল দিয়ে প্রাপকের এ্যাড্রেস সহ অন্যান্য ব্যাপার নিশ্চিত করে তারপরে কুরিয়ার করে থাকি। কল করার সময় যদি কাষ্টমার কোনো কারনে অর্ডার ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আমরা যখন সিস্টেম থেকে অর্ডারটি ক্যান্সেল করি তখন আপনার প্যানেলেও কমিশন রিজেক্ট দেখায়। ঠিক একইভাবে কুরিয়ার করার পর যদি কোনো কারনে প্রডাক্ট রিসিভ না করে, ডেসটিনেশন থেকে ফেরত আসে সেক্ষেত্রে আমরা সিস্টেমে প্রডাক্টটি রিটার্ন/আনডেলিভার্ড দেখানো হয়। তখন একইসাথে আপনার প্যানেলে কমিশন রিজেক্ট হয়ে যায়। আপনার রিজেকশনের ব্যাপারে ইনকোয়ারি করতে চাইলে আমাদের সাপোর্টে যোগাযোগ করুন।

 

প্রশ্নঃ এফিলিয়েট নিজের জন্য অর্ডার করলে কোনো অফার/ডিসকাউন্ট পাবে?

উত্তরঃ জ্বি। মুলত এফিলিয়েট তার নিজের প্যানেল থেকে অর্ডার করলে যে কমিশন আসে সেটাই অফার বা ডিসকাউন্টের আওতাভুক্ত হয়ে যাবে।